ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌহালী উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আলোচনা সভা শেষে নির্বাচনী প্রচার- প্রচারণা শুরু করলেন সিরাজগঞ্জ-৫ আসনে হাতপাখার মনোনীত প্রার্থী মুফতী হাজী নুরুন নবী।
(২৪জানুয়ারি ২০২৬) শনিবার দুপুরে পশ্চিম কোদালিয়া বাবলাতলা হাতপাখার পাটি অফিসে দায়িত্বশীল নির্বাচনী আলোচনা সভা সম্পন্ন হয়। বিকেলে দ্বিতীয় অধিবেশন শেষে হাতপাখার পক্ষে প্রচার-প্রচারণা শুরু করেন।
ইসলামি আন্দোলন বাংলাদেশ চৌহালী উপজেলা শাখা সভাপতি আলহাজ্ব প্র, আব্দুস ছাত্তার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির,পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী আলহাজ্ব নুরুন নবী।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, একটি ইনসাফভিত্তিক সমাজ,শরিয়াহ ভিত্তিক আইন বাস্তবায়ন ও রাষ্ট্র গঠনে ইসলামীর নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। হাতপাখা প্রতীকে ভোট বানি, নেতার ছালাম-দাওয়াত, দোয়া ও ভালবাসা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনগণের অধিকার আদায় এবং দেশের ক্রান্তিলগ্নে দায়িত্বশীলদের সাহসিকতার সাথে কাজ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত হবে।
তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৈতিকতা ও সততার আদর্শে বলীয়ান হওয়ার আহ্বান জানিয়ে (চৌহালী বেলকুচি এনায়েতপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূল পর্যায়ের সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে হাতপাখা বিজয় নিশ্চিত করতে আমাদের প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারব ইনশাল্লাহ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌহালী শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহদত হোসেন এর সন্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌহালী উপজেলা শাখার প্রচার সম্পাদক হাফেজ মো, মোকলেসুর রহমান সিরাজী, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ চৌহালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও সোহায়েল আহম্মাদ, মুজাহিদ কমিটির সদর আলহাজ মাও, মোহাম্মদ আলী, খাষকাউলিয়া ইউনিয়ন সভাপতি মোল্লা ওমর আলী, শ্রমীক আন্দোলন সভাপতি আলহাজ্ব ছালাম উদ্দিন, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাও মো আবু তাহের, ইসলামি আন্দোলন এর সহ সভাপতি মাও আবু দাউদ, সাংগঠনিক সম্পাদক মাও মো, বেলাল হোসেন সিরাজী সহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।