ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাঃ আবুবকর সিদ্দিক দাঁড়িপাল্লার আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। প্রচারণা উপলক্ষে শুক্রবার (২৩ জানুয়ারী) এক বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীটি সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।এসব উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনে জমায়াতের মনোনীত প্রার্থী জননেতা ডাঃ আবুবকর সিদ্দিক মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ হাফেজ কামরুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ মো.তসলিম উদ্দিন, দৌলতপুর থানা আমীর মাওঃ আব্দুল মান্নান, থানা সেক্রেটারি মাওঃ আব্দুল করিম গাজী প্রমুখ।