ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচনে বিজয় করার লক্ষ্যে। শুক্রবার সন্ধ্যায় মোকনা ইউনিয়নে লাড়ুগ্রাম বাজারে মো. হাবিবুর রহমান খান হাবিবের নেতৃত্বে লাড়ুগ্রাম বাজারে থেকে এক বিশাল মিছিল বের করে। মিছিলটি পংবাজরা বাজারে ও বিভিন্ন গ্রামের দোকানে দোকানে ধানের শীষের প্রতীকের ভোট চান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে লাড়ুগ্রাম বাজারে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন মোকনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এস কে এম শরিফুল ইসলাম শরীফ, উপজেলা ওলামা দলের সদস্য সচিব ফিরোজ মাহমুদ, মোকনা ইউনিয়ন কৃষকদলে সভাপতি আক্তারুজ্জামান আক্তার, আওলাদ হোসেন, মো. ছানোয়ার হোসেন, মো.কামাল খান,মো.শামিম খানসহ ইউনিয়ন নেতাকর্মীরা।