রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

টাঙ্গাইল-৬ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর প্রতি এনসিপি প্রার্থীর সমর্থনে সংবাদ সম্মেলন

ডা. এম. এ. মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের ডা. এ কে এম আব্দুল হামিদ-এর প্রতি সমর্থন ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত এমপি প্রার্থী মোঃ ওয়াহেদুজ্জামান সুমন।
 ২৩ জানুয়ারি শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্যে মোঃ ওয়াহেদুজ্জামান সুমন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার বৃহত্তর স্বার্থে তিনি ১০ দলীয় জোটের এমপি প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদের প্রতি সমর্থন ঘোষণা করছেন। তিনি আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন সাধিত হবে—ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ জন্য তিনি টাঙ্গাইল-৬ আসনের সর্বস্তরের জনগণকে ১০ দলীয় জোটের প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ১০ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ। তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এনসিপি প্রার্থী মোঃ ওয়াহেদুজ্জামান সুমনের সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো.রফিকুল ইসলাম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. সরদার আশরাফসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর