শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০, ৭:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বাওনজান রেল ব্রীজে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। সিরাজগঞ্জ জিআরপি পুলিশ জানায়,সকালে ওই ব্যক্তি বাওনজান রেল ব্রীজের পশ্চিম পর থেকে পায়ে হেঁটে পূর্ব পাড়ে যাচ্ছিলেন। এমন সময় ঈশ্বরদী থেকে ঢাকাগামী ৯৯ কম্পিউটার ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে নিচে পানিতে পড়ে যায়। এতে তাঁর মাথায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং ডানপায়ের হাঁটুর নিচে কেটে পাদ্বিখন্ড হয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন ও ভাঙ্গুড়া থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মোঃ নাজমুল হক। নিহতের পরনে চেক লুঙ্গি ও ফুলহাতা প্রিন্ট রংয়ের র্শাট রয়েছে। সিরাজগঞ্জ রেলওয়ের জিআরপি থানার এসআই আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ভাঙ্গুড়া থানার মাধ্যমে খবর পেয়ে বিকালে ওই অজ্ঞাত ব্যক্তির মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে আনুমানিক (৫০গ্রাম) গাঁজা ও ৬০টাকা পাওয়া যায়। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর