সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

ঠাকুরগাঁওয়ে ১৫ দিনের ব্যবধানে ৩ বারে ৯টি দোকান চুরি ব্যবসায়ীরা আতঙ্কে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ৭:২১ অপরাহ্ণ

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার  রুহিয়া থানাধীন  রুহিয়া চৌরাস্তার পাশে চৌধুরী মার্কেটে ২টি দোকানে আবারও চুরির ঘটনা ঘটেছে। ১৫ নভেম্বর (বুধবার) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।  হারুনের কাপড়ের দোকান ও মানিক জুয়েলার্সের দোকানের উপরের টিন কেটে ঘরে ঢুকে নগদ ১৬ ভরি রুপা, ৬ আনা সোনা ও হারুনের দোকানের কিছু মালামাল সহ সর্বসাকুল্য ৪০ হাজার টাকা নিয়ে  যায় চোর। ইতিপূর্বে গত ১১ নভেম্বর দিবাগত রাতে ৩টি দোকানের ৫০ হাজার টাকার মালামাল এবং ৩১ অক্টোবর দিবাগত রাতে চৌরাস্তার পাশে  একই কায়দায় সিরাজুল মার্কেটের ৪টি দোকান থেকে ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোর। রুহিয়ায় ১৫ দিনের ব্যবধানে ৩ বারে ৯টি দোকান এ সমস্ত চুরির ঘটনা ঘটে ।
রুহিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাসিম খান সংবাদমাধ্যমকে জানান, বার বার চুরি হওয়ার কারণে আমরা ব্যবসায়ীরা আতঙ্কের মধ্য দিনাতিপাত করছি।
ঘটনা স্থল পরিদর্শন করেছে রুহিয়া থানা পুলিশ। এ বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় জানান, আমরা ৩/৪ জন চোরকে ধরে ইতিমধ্যে জেল হাজতে প্রেরন করেছি। বাকী চোরদের সনাক্ত এবং ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আশা করি অতি শীঘ্রই আমারা চোরদের ধরতে সক্ষম হবো।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর