শেখ আলী আকবার সম্রাটঃ
এসআই/মোঃ জাহাঙ্গীর আলম এবং দক্ষিণ যশপুরের স্থানীয় জনগণের সহায়তায় ডাকাত মোঃ সাকিব (১৮), পিতা- নুরুল আফসার, ফেনীর, সত্যনগর (তৈয়ব মিস্ত্রী বাড়ী, চাঁদগাজী ছাগলনাইয়া বাসিন্দা বলে জানা গেছে। গতকাল রাত অনুমান ০৯.৫৫ ঘটিকার সময় ছাগলনাইয়া থানাধীন পৌরসভার দক্ষিণ যশপুর সাকিনস্থ চাপরাশি পাড়া জনৈক নুরুল হক’র বাড়ীর পূর্ব পাশে খালি জমি হইতে, কাঠের হাতলযুক্ত চাপাতি, প্লাষ্টিকের হাতলযুক্ত স্টিলের চাপাতি, প্লাষ্টিকের হাতলযুক্ত কাটার, লোহার তৈরী কোরাবারি, প্লাষ্টিকের বাটযুক্ত স্ক্রু ড্রাইভার, কালো স্কুল ব্যগে প্রত্যেকটির এক একটি করে হাতেনাতে আটক করা হয়। এবিষয়ে, এসআই মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করে আসামী সাকিব কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানান।
CBALO/আপন ইসলাম