রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ ৬টি মাদক মামলার পলাতক আসামি সুমন দত্তকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গতকাল সকালে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুমন দত্ত পাশর্^বর্তী কালকিনি পৌর সভার দক্ষিণ রাজদী মহল্লার ভজন দত্তর পুত্র।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ সকাল ১০টার দিকে উপজেলার কটকস্থল এলাকায় অভিযান চালায়।
এসময় ওই গ্রামের জনৈক মাসুদ সরদারের বাড়ির সম্মুখ রাস্তা থেকে মাদক বিক্রেতা সুমন দত্তকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সকালে গ্রেপ্তার করে। এ ঘটনায় এসআই অহিদ মিয়া বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকত সুমন একজন মাদক স¤্রাট।###
CBALO/আপন ইসলাম