রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় ফুটবল টুর্নামেন্টে দুই দল খেলোয়ারের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের। দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, রাজিহার ইউনিয়নের রাংতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি ঘরোয়া টুর্নামেন্টে খেলার সময়ে দুই দল খেলোয়ারের পরস্পরের বিরুদ্ধে হামলায় জড়িয়ে পরে। হামলায় উভয় পক্ষের লোজন আহত হয়।
ওই ঘটনায় বুধবার রাতে মামলা দায়ের হলে এসআই ফোরকান অভিযান চালিয়ে রাংতা গ্রামের মোশারফ বেপারীর ছেলে নয়ন বেপারী (২১) ও একই গ্রামের ইউনুস সরদারের ছেলে ইলিয়াস সরদারকে (২৪) গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদারতে প্রেরণ করা হয়েছে।
CBALO/আপন ইসলাম