স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা কলারোয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে শিক্ষক দীপক শেঠের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ক্রমে দুই বৎসর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হলেন শিক্ষক দীপক শেঠ, সহ-সভাপতি হাসান মাসুদ পলাশ ও প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এম এ সাজেদ, দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম লিটন, প্রচার সম্পাদক মোঃ আকবর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাজমুল হোসেন।
নবগঠিত কমিটির নির্বাহী সদস্য হলেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ রাশেদুল হাসান কামরুল ও শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্য -মোঃ সেলিম খান, মোঃ তরিকুল ইসলাম, মোঃ রাজু রায়হানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
CBALO/আপন ইসলাম