নিজস্ব প্রতিবেদকঃ
যশোর অভয়নগর উপজেলায় প্রসাশনের কড়া পদক্ষেপের পর মাদক ব্যবসা স্বাভাবিক হলেও, এখন আবারও অলিগলিতে মাদকের বিস্তার ঘটছে, প্রতিনিয়ত মাদকের চালান নওয়াপাড়া এলাকায় ঢুকছে বলে জানা গেছে। গোপন এক সংবাদের মাধ্যমে জানা যায়, নওয়াপাড়া গরু হট সংলগ্ন ৪ ও ৫ নং ওয়ার্ড এলাকা, প্রফেসরপাড়া বৌ-বাজার সহ বিভিন্নগ্রামে মাদকের চোরাচালান প্রবেশ করছে। স্থানীয়দের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানান, গেলো কয়েক মাস আগে মাদকের উপর অভয়নগর থানা পুলিশের জিরো টলারেন্সের কারণে মাদক কারবারি স্বাভাবিক ছিলো। তবে ; বর্তমানে রাতের আঁধারে আমাদের এলাকায় মাদকে-প্রভাবশালী কিছু ব্যবসায়ী আবারও গোপনে মাদক কারবারি করছে বলে তারা জানান।
এছাড়াও অভয়নগরের ভৈরব সেতু এখন মাদকের বড় একটি আস্তানা হিসাবেও গড়ে উঠেছে। সেতু দিয়ে এপার ওপার দুই এলাকাতে এখন মাদক নির্বিঘ্নে পৌঁছে যাচ্ছে । এই বিষয়ে সেতুর দুপারের কয়েকজনকে জিজ্ঞেস করলে তারা বলেন, দেয়াপাড়া শংকরপাশা ও কোদলা সেই সাথে নড়াইল জেলায় সহজেই বড় বড় মাদকের চালান অনায়াশে চলে যাচ্ছে যা প্রসাশনিক নজরদারিতে আসছে না । মাদক ব্যবসায়ীরা বিভিন্ন মাধ্যমে মাদক পাচার করছে অভয়নগরের রাজঘাট এবং এদিকে বেঙ্ল ও ভাঙ্গাগেট এলাকায়।
এছাড়া অভিনব কায়দায় মহিলা মাদক সিন্ডিকেটের মাধ্যমেও গড়ে উঠেছে স্টেশন সংলগ্ন এলাকায়। যার ফ’লে যুব সমাজের জন্য অশনি সংকেত বয়ে আনছে। প্রাসঙ্গিক ভাবে প্রশাসনের বিগত অভিযানের মতো আবারও জিরো টলারেন্স জোরদার করার দাবি করেছেন এলাকাবাসী।
CBALO/আপন ইসলাম