অনলাইন ডেস্ক:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাখালি রেলক্রসিংয়ে শনিবার ভোর চারটার দিকে বাস ও ট্রেনের সংঘর্ষে ২জন নিহত ও আহত হন ৩জন। এ ঘটনায় ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এবং উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বাসের খণ্ড খণ্ড অংশগুলো সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলেও জানান তিনি।