রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার গৌরনদী উপজেলার গরমঙ্গল লঞ্চঘাট এলাকা থেকে ব্যাগ ভর্তি এক কেজি গাঁজাসহ বিক্রেতা মাইনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাইনুল উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাসিন্দা।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, ঢাকা থেকে লঞ্চ যোগে ব্যাগ ভর্তি গাঁজা নিয়ে আসার গোপন সংবাদ পেয়ে শুক্রবার সকালে গরমঙ্গল লঞ্চঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মাইনুলের ব্যাগ তল্লাশী করে এক কেজি গাঁজাসহ তাকে (মাইনুল) কে গ্রেফতার করা হয়। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি মো. আফজাল হোসেন।
CBALO/আপন ইসলাম