রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্যদের মাঝে পিপিই, মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার আয়োজনে ও ইউএনডিপির সহযোগিতায় সাংবাদিকদের মাঝে কোভিড-১৯ সুরক্ষা সরঞ্জাম প্রদান করা হয়।
এ উপলক্ষে প্রেসক্লাব হলরুমে সিনিয়র সাংবাদিক গোপাল সরকারের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক এস. এম জাকির হোসেন, প্রেসক্লাবের সহসভাপতি কাজী আল-মামুন, তপংকর চক্রবর্তী, কার্যকরী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, দৈনিক পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাবেক সহ-সভাপতি এম. আমজাদ হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান মুরাদ আহমেদ।
CBALO/আপন ইসলাম