দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলার রুহিয়ায় জয়যাত্রা টেলিভিশনের ২য় বর্ষপূর্তী পালন করা হয়েছে। ০৪ নভেম্বর (বৃহস্পতিবার) শেষ বিকেলে আবাহনী ক্রীড়া চক্র অফিসে জয়যাত্রা টেলিভিশনের রুহিয়া প্রতিনিধি মজহারুল ইসলাম বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়। বিশেষ অতিথি ছিলেন রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, সহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জয়যাত্রা টেলিভিশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি আতাউর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আরিফুজ্জামান আরিফ, বালিয়াডাঙ্গী প্রতিনিধি এন এম নুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের ২য় পর্বে ২য় বর্ষপূর্তী উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। জয়যাত্রা টেলিভিশনের ২য় বর্ষপূর্তী পালন এবং ৩য় বর্ষে পদার্পন উপলক্ষে এ টেলিভিশন সামনে আরো একধাপ এগিয়ে যাবে এবং উত্তরোত্তর উন্নতি, সফলতা কামনা করেন অতিথিবৃন্দ।
CBALO/আপন ইসলাম