ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে (মুক্ত বাজারে) আগুনে পুড়ে শেষ তিন ব্যবসায়ির সহায়সম্ভল। মঙ্গলবার দিবাগত ৪ টার দিকে নান্দাইল ইউনিয়নের নান্দাইল রসুলপুর চিলা বাজারে এই ঘটনা ঘটে। বাজারের পাহাড়াদার একটি দোকান ঘর থেকে ধোয়া বের হতে দেখে ডাক চিৎকার দিলে স্থানীয় মানুষজন এসে এক ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনে । পুড়ে যাওয়া ঘরের মধ্যে ছিলো ফারুক মিয়ার ইলেকট্রনিকের দোকান, মোসলেম উদ্দিনের দর্জির দোকান ও আঃ ছাত্তারের ধানের গোডাউন। এবিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ রুবেল মিয়া জানান বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে, তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এতে প্রায় ৭-৮ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, নান্দাইল থেকে ঘটনাস্থল পর্যন্ত রাস্তা জুড়ে ১১-১২ টি অবৈধ আইল্যান্ড রয়েছে। এছাড়া প্রায় রাস্তা উপড় ঝুঁকে রয়েছে অসংখ্য গাছপালা ফলে ঘটনাস্থলে পৌঁছাতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে বিলম্ব হয়েছে। ততক্ষণে সাধারণ মানুষ নিজস্ব প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ।
CBALO/আপন ইসলাম