রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

ই-পেপার

কলারোয়া থেকে প্রাইভেটকার যোগে পটুয়াখালী নেয়া হচ্ছিল ফেনসিডিল ; মালিক আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০, ১১:১৬ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

যশোরের অভয়নগরে মোটরসাইকেলে ধাক্কা দেওয়া প্রাইভেটকার থেকে উদ্ধার করা সেই ৪৬৩ বোতল ফেনসিডিল চালানের মালিক বায়েজিদ হোসেনকে (২৬) আটক করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) মধ্যরাতে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক বায়েজিদ হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কোটা গ্রামের আলী হোসেনের ছেলে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন জানান, ফেনসিডিলের চালান উদ্ধারের পর জড়িতদের আটকে অভিযান শুরু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে বায়েজিদ হোসেন নামে এক যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে ওই ৪৬৩ বোতল ফেনসিডিলের চালান কলারোয়া থেকে পটুয়াখালী প্রাইভেটকারযোগে নেয়া হচ্ছিল। সে অপর একটি প্রাইভেটকারে ওই প্রাইভেটকারের পেছনে ছিল। অভয়নগরের নূরবাগ স্বাধীনতা চত্বরে ফেনসিডিলের চালান ধরা পড়লে সেও গাড়ি থেকে নেমে পড়ে। এ সময় পালিয়ে ফেনসিডিলবহনকারী প্রাইভেটকার চালক এবং তার অন্যতম এক সহযোগি।

 

এ ব্যাপারে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রধান আসামিকে আটক করা সম্ভব হয়েছে। সে কলারোয়া উপজেলার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। বাকি দুইজন আসামি যশোরের ঝিকরগাছা উপজেলার কুল্লা গ্রামের আব্দুল সোবহানের ছেলে মোস্তাফিজুর রহমান (২২) ও কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের আনারুলকে (৪৫) আটকের জন্য পুলিশি অভিযান চলছে। প্রসঙ্গত,সোমবার রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় নূরবাগ স্বাধীনতা চত্তরে দাড়িয়ে থাকা কয়েকটি মোটরসাইকেলে ধাক্কা মারে খুলনাগামী বেপরোয়া গতীর একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-২৯০৬)। স্থানীয় জনতার ধাওয়া সড়কে প্রাইভেটকার ফেলে পালিয়ে যায় চালক। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ প্রাইভেটকার তল্লাশি করে ৪৬৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং প্রাইভেটকারটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায়

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর