দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার রুহিয়া চৌরাস্তার সংলগ্ন মার্কেটের ৪টি দোকানে চুরির ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে ৩১ অক্টোবর (শনিবার) দিবাগত গভীর রাতে। জানা যায়, ১নং রুহিয়া ইউনিয়নের চৌরাস্তার পাশে ৪ টি দোকানে চুরির ঘটনা ঘটে। চোর টিন কেটে সাহেরা ফার্মেসী সাহেরা টেলিকম, মিজান ফার্মেসী, সিফাত বস্ত্রালয় এর টিন এবং দেয়াল কেটে দোকানে ঢুকে সিসি ক্যামেরার মেশিন, ঔষধ, মোবাইল সেট, বিভিন্ন প্রকার কাপড়, হেন্ডি ক্যামেরা ও নগদ টাকা সহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোর।
চুরির বিষয়টি নিশ্চিত করেন ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু।ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানা পুলিশ ও থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী। এ বিষয়ে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সিআইডি চুরির এবং পায়ের ছাপের আলামত সংগ্রহ করেছে। আমাদের ইনভেস্টিগেশন চলছে।
CBALO/আপন ইসলাম