রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

ই-পেপার

জামালপুরের সরিষাবাড়ীতে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ণ

কামরুজ্জামান কানু,জামালপুর:

জামালপুরের সরিষাবাড়ীতে তুচ্ছ ঘটনার জেরে ধরে এক ভ্যানচালক কে পিটিয়ে হত্যা করেছে তারই চার চাচাতো ভাই-বোন। বৃহস্পতিবার রাতে ওই সরিষাবাড়ী উপজেলার কুডালিয়া পটল এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত আলমগীর হোসেন ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। পরিবার জানায়, কুডালিয়া পটল গ্রামের খোকন মিয়ার স্ত্রী মমতাজ  বেগম স্থানীয় কেরামজানি বাজার থেকে খড় কেনেন। এরপর সেই খড় একই গ্রামের ভ্যানচালক রহিম মিয়াকে বাড়িতে পৌছে দিতে বললে রহিম তাকে আপত্তিকর কথা বলেন। বিষয়টি রহিমের চাচাতো ভাই আলমগীরকে জানান মমতাজ বেগম । এরপর আলমগীর বিষয়টি নিয়ে রহিম তার তিন ভাই-বোন শুক্কুর, রঞ্জু ও কল্পনার সঙ্গে কথা বলতে গিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রহিম, শুক্কুর, রঞ্জু ও কল্পনা লাঠি দিয়ে পিটিয়ে আলমগীরকে অচেতন করে ফেলে। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার আগেই আলমগীর মারা যান।

 

সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি পুলিশতদন্ত কেন্দ্রের ইনচার্জ তরিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর