মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর:
নওয়াপাড়া পৌরসভার মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত’র উপর হামলা চেষ্টার ঘটনায় রাতের আঁধারে মটর সাইকেল ফেলে পালিয়ে যাওয়া সেই যুবককে তিন মাস পর গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় খুলনার বসুপাড়া এতিমখানা মোড় হতে সেলিম মোল্যার ছেলে সোলাইমান ওরফে সলেকে (২২) আটক করে পুলিশ।
আটক সোলাইমান ওরফে সলের স্বীকারোক্তির বরাত দিয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, নওয়াপাড়া পৌর মেয়রের গাড়ি লক্ষ করে হামলা চেষ্টাকারী চক্রের সক্রিয় সদস্য আটক সোলায়মান ওরফে সলে।
ওসি আরও জানান, ওই রাতে ফেলে যাওয়া মটর সাইকেলটির প্রকৃত মালিক খুলনা ২৪ সেরে বাংলা রোড ময়লাপোতা এলাকার মৃত আব্দুল মান্নানের পুত্র মাদক ব্যবসায়ী ইব্রাহীম খলিল (৩৫)। গত বছর চট্রগ্রামে ইয়াবার চালান সহ ধরা পাড়ে খলিল। বর্তমানে সে চট্রগ্রাম কারাগারে রয়েছে। ঢাকা হতে তার মটর সাইকেলটি খুলনা আজাদ লন্ড্রি এলাকার রনির কাছ থেকে নিয়ে আসে আটক সোলাইমান অরফে সলে (২২)। এরা সকলেই মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ জগতের সদস্য বলে ওসি জানান।
উল্লেখ্য, গত ২৪ জুলাই শুক্রবার রাত ১০টার দিকে নওয়াপাড়া পৌরসভার মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত পৌরসভা থেকে নিজ বাড়ি রাজঘাটে ফেরার পথে হামলার চেষ্টা করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা।
এদিন মেয়র গাড়ীর ভিতর থেকে পরিস্থিতি আঁচ করতে পেরে তাকে অনুসরণকরা একটি মোটর সাইকেলকে ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে সন্ত্রাসীরা মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মোটর সাইকেলটি উদ্ধার করে।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, ওই রাতে পৌর মেয়রের উপর হামলা চেষ্টার রহস্য উম্মোচনের চেষ্টা অব্যাহত রয়েছে। ধৃত সোলাইমান অরফে সলে (২২) কে ২১ জুলাই ২০২০ সালের দায়ের কৃত দন্ডবিধি ৩৭৯ ধারা গ্রেফতার দেখানো হয়েছে। অভয়নগর থানার মামলা নং ১৭।
এর পূর্বেও গত ২১ জুলাই নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত পৌরসভার কাজ শেষ করে বাড়ি ফেরার পথে একজন মটরসাইকেল আরহী তার গাড়ি অনুসরণ করে এসে সামনে থেকে ব্যারিকেড দেবার চেষ্টা করে। পরে মেয়রসহ এলাকাবাসী মটরসাইকেল আরোহীকে ধাওয়া করলে সে মটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।
CBALO/আপন ইসলাম