সিলেট প্রতিনিধি:
ইয়াবা মতিন খ্যাত পেশাদার মাদক ব্যবসায়ী আব্দুল মতিনকে (৪৫) ১৯৫ পিস ইয়াবাসহ সিলেটের শাহপরাণ থানাধীন আলীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত মতিন আলিবাগ এলাকার মৃত আলহাজ্ব আকবর আলীর ছেলে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে শাহপরাণ থানা মাদক আইনে মামলা দায়ের করেছে।
আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে শাহপরাণ থানা পুলিশ মতিনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এএসপি নাহিদ হাসান, এএসপি আফসানের নেতৃত্বে এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর এএসপি ওবাইন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী মতিনকে ১৯৫পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
CBALO/আপন ইসলাম