সাদ্দাম হোসেন, সাভার প্রতিনিধি:
সাভারে একটি মুরগী বোঝাই পিকআপ ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) রাতে সাভার ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ সোমবার আটককৃতদের সবাইকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আটককৃতরা হলো- মো: খোকন সরদার (২২), মো: রাব্বি, রুবেল (৩৫) ও সাহিদুল ইসলাম (৩৫)।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী ব্যবসায়ী মাহাবুব গত ১৭ অক্টোবর দিনাজপুর থেকে তার গাড়ির ড্রাইভার ও হেলপারের মাধ্যমে প্রায় ৩ লাখ টাকার মুরগী বোঝাই করেন। এসব মুরগী নিয়ে তার গাড়ির ড্রাইভার ও হেলপার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু রাত আনুমানিক ১১ টার সময় পিকআপটি ঢাকা আরিচা মহাসড়কে হেমায়েতপুর এলাকায় পৌঁছালে দুটো ছোট পিকআপ তাদের গতিরোধ করে। এসময় কিছু বুঝে উঠার আগেই আসামিরা তাদের পিকআপ থেকে নেমে মুরগী বোঝাই পিকআপটি ছিনতাই করে ঢাকার দিকে চলে যায়।
সাভার থানার উপ-পরিদর্শক প্রান কৃষ্ণ জানান, অভিযোগ দায়ের হলে উন্নত প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালানো হয় এবং আসামীদের সাভার ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। পিকআপটি মিরপুর নওয়ারবাগ এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে ভুক্তভোগী মামলা দায়ের করলে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়।
CBALO/আপন ইসলাম