মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ড সীমান্তবর্তী এ্যাডভোকেট আঃ হামিদ’র বাসভবন থেকে তরফদার পাড়া পর্যন্ত সতের শ’ সতের ফিট পানি নিষ্কাশন ড্রেন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন দেখা যায়, ড্রেন নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইট, খোয়া ও বালি। এলাকাবাসীর অভিযোগ করে বলেন নিম্নমানের ইট, খোয়া ও বালি সঙ্গে সিমেন্ট সল্প পরিমানে দেওয়া হচ্ছে ড্রেন নির্মাণ কাজে । এমতাবস্থায় কাজ চালিয়ে গেলে বহুদিনের কাঙ্খিত ড্রেনের পানি নিষ্কাশনের সমস্যা থেকেই যাবে।রাস্তা দিয়ে ভারী যানবহন চলাচলে অচিরেই ধ্বসে যাবে ড্রেনটি।
এবিষয়ে উপস্থিত লেবার সরদার আতিয়ার রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, এই কাজটি কোন ঠিকাদারী প্রতিষ্ঠান পেয়েছে তা আমার জানা নেই।তবে এই কাজের দেখভালের কাজ পরিচালনা করেন, নওয়াপাড়া পৌরসভার সরকারি চাকরিজীবি ইঞ্জিনিয়ার আকরাম হোসেন।
এবিষয়ে ইঞ্জিনিয়ার আকরামের নিকট সিডিউল ও ড্রইং দেখতে চাইলে তিনি দেখাতে অপারগতা প্রকাশ করেন।
এবিষয়ে ৫নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর মোল্লা বলেন, বিষয়টি নিয়ে আমি আলোচনা করব।
এছাড়া ৪নং ওয়ার্ড কাউন্সিলর জিয়া উদ্দীন পলাশ বলেন, আমরা কাজ এনে দিয়েছি বুঝে নেওয়ার দায়িত্ব এলাকাবাসীর।
CBALO/আপন ইসলাম