রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

রামগড়ে অস্ত্র সহ ইউপিডিএফের চাঁদা কালেক্টর আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ৫:০৯ অপরাহ্ণ

বেলাল হোসাইন,খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলার রামগড়-মানিকছড়ি সীমান্ত এলাকার সিন্দুপাড়ায় অভিযান চালিয়ে কংজ মারমা নামে ইউপিডিএফের এক টোল কালেক্টরকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার (১৭ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। এসময় তার কাছ থেকে একটি এলজি, ৪ রাউন্ড কার্তুজ, ৬ টি মোবাইল ফোন, চাঁদা আদায়ের ১৫ টি রশিদ বই, চাঁদা আদায়ের স্টক রেজিস্টার ও নগদ টাকা উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক কংজ মারমা প্রসীত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের টোল কালেক্টরক। পুলিশ ও নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, রামগড়-মানিকছড়ি সীমান্তে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিত শনিবার (১৭ অক্টোবর) ভোরে বাটনাতলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো: ওয়ালি উল্লাহর নেতৃত্বে অভিযানে চালায় নিরাপত্তা বাহিনী।

 

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে মানিকছড়ি সাব জোনে অস্ত্র ও কার্তুজসহ আটক ইউপিডিএফের টোল কালেক্টরের বিস্তারিত পরিচয় তুলে ধরেন সেনা কর্মকর্তারা। পরে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ আটক কংজ মারমাকে রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান জানান, আটক ব্যক্তির বিরুদ্বে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর