রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দফায় দফায় দফায় হামলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৮জন আহত হয়েছে। গুরুতর আহত ৯জনকে বরিশাল শেবাচিমসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে ‘বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট’ নামে একটি খেলার আয়োজন করে স্থানীয়রা। ওই টুর্নামেন্টে ১৬টি দল অংশ গ্রহন করে। শুক্রবার বিকেলে রাংতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম পর্বের খেলায় আগৈলঝাড়া বাইপাস একাদশ বনাম গৈলা একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলার চলাকালীন মধ্য সময়ে আগৈলঝাড়া বাইপাস একাদশ পানি পানের বিরতি চাইলে খেলার আয়োজক কমিটি সময় দিতে অনিহা প্রকাশ করায় দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় সংঘর্ষ বাধে।
স্থানীয়রা বিষয়টি তাৎক্ষনিক সুরাহা করার চেস্টা করলে পুণঃরায় খেলা শুরু হলে ১-১ গোলে খেলা শেষ হয়। খেলা শেষে পুণঃরায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে সংঘর্ষে উভয় পক্ষের নব তালুকদার, রতন তপাদার, নাহিদ বেপারী, সজল ফকির, রিফাত আহসান, আবির পাইক, আকাশ সরদার, নাইমুল হক, রিয়াজ সরদার, নয়ন বেপারী, সজিব ফকির, নয়ন ফকির, ওসমান সরদার, সাদ্দাম মিয়া, ইব্রাহিম ফকির, শাওন ফকিরসহ অন্তত ১৮জন আহত হয়েছে।
এদের মধ্যে নব তালুকদারকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ও বাকি ৮জনকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ও টরকী সুইজ ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ফুটবল টুর্নামেন্টে মারামারির ঘটনা আমাদের তাদের জানা নেই। তবে কোন পক্ষ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
CBALO/আপন ইসলাম