মো: দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
১৩ অক্টোবর ঠাকুরগাঁও সদর উপজেলায় টাকার জন্য গর্ভধারিনী মাকে মারপিটের অভিযোগে ১ যুবককে ভ্রাম্যমান আদালত কারাদন্ডাদেশ প্রদান করেছে।
জানা যায়, সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে মাদকাসক্ত আকাশ ইসলাম(১৯) তার মাকে প্রহার করার সময় প্রতিবেশীদের কাছে আটক হন, এসময় স্থানীয় জনসাধারণ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে সদর থানার পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে তাকে জিজ্ঞেস করলে সে তার অপরাধ শিকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং তার মা জানান সে মাদক গ্রহণের টাকার জন্য তাকে প্রহার করেছে। মাদকাসক্ত ছেলে মোঃ আকাশ ইসলামকে উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট আইনে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
CBALO/আপন ইসলাম