রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
র্যাবের অভিযানে মুলাদী থানার একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র দুই সক্রিয় সদস্য গ্রেফতার হয়েছে।বরিশাল র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের অভিযানে রবিবার দিবাগত ভোর রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে জঙ্গি সংগঠনের ওই দুই সদস্যকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতরা হলো ঢাকা ডিএমপি মোহাম্মদপুর থানা এলাকার লোকমান হোসেন ওরফে সাফিন (২৪) ও একই এলাকার কাজী রাইয়ান রহমান (২১)। গ্রেফতারকৃতরা ২০১৯ সালের ২১আগষ্ট বরিশাল জেলার মুলাদী থানায় র্যাবের দায়ের করা মামলা নং-১১ এর আসামী।
আটককৃত আসামী লোকমান হোসেন ওরফে সাফিন এবং কাজী রাইয়ান রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবি’র দাওয়াতি কার্যক্রমের সাথে জড়িত বলে র্যাবের কাছে স্বীকার করে। তারা জেএমবি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করেছে। এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও গ্রেফতারকৃত দুই জনের বিরুদ্ধে উগ্রপন্থী কাজের অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত দুই জনকে সোমবার র্যাবের উল্লেখিত মামলায় বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করা হয়েছে।
CBALO/আপন ইসলাম