রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

পাবনায় মাদক বিরোধী অভিযানে আটঘরিয়ার যুুবলীগের ২ কর্মী গাঁজাসহ গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ৫:৫৭ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি:

পাবনা চাটমোহর শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযানে আটঘরিয়ার ২ যুবলীগ কর্মীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ । গত রবিবার বিকাল ৪টার দিকে মুলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পাবনা আটঘরিয়া উপজেলার পৌর ধলেশ্বর গ্রামের মোঃ রমজান আলীর ছেলে মোঃ আলম হোসেন ওরফে নুুরু (৩১) ও শহিদুল ইসলাম ওরফে মজনুর ছেলে তমাল ওরফে কান কাটা তমাল(২২)। পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযান চলাকালে আটককৃত ২জন মোটর সাইকেল নিয়ে যাবার সময় তাদেরকে থামার নির্দেশনা দিলে তারা পালিয়ে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় তাদেরকে আটক করা হয়।

 

পরে তাদের দেহ তল্লাশি করে ১৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের হেফাজত থেকে একটি দামি ব্যান্ডের জিকঝাক মোাটর সাইকেল উদ্ধার করা হয়।এ অভিযান পরিচালনা করেন, শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম ও এ এসআই আতিকুজ্জামান। এ ব্যাপারে চাটমোহর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে শরৎগঞ্জ ফাঁড়ির পুলিশ। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চত করেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আটঘরিয়ার একাধিক আওয়ামীলীগ নেতা-কর্মী জানায়, আটককৃত নুরু যুবলীগের কর্মী এবং কানকাটা তমাল ছাত্রলীগের কর্র্মী। তারা দুজনেই পাবনার আটঘরিয়ার পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম রতন এবং উপজেলার চেয়ারম্যান তানভীর ইসলামের সক্রিয় কর্মী। অভিযোগ রয়েছে চেয়ারম্যান তানভীরের সাথে ক্যাডার ভিত্তিক রাজনীতি করার পাশাপাশি তার নিয়ন্ত্রনে মাদক ব্যবসা করে থাকে। আটককৃতদের বিরুদ্ধে আটঘরিয়া থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর