চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
কোভিড-১৯ পরিস্থিতিতে স্থানীয় ‘স্বহৃদয়’ নামের একটি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এলাকার হতদরিদ্র কর্মহীন ২৮টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী’র প্যাকেট বিতরণ করা হয়েছে। আজ ১৯ মে মঙ্গলবার সকাল ১০টায় রেলবাজার অমৃতকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শারীরিক দূরত্ব বিধি অনুসরণ করে আনুষ্ঠানিক ভাবে উপহার সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন-চাটমোহর উপজেলা শাখা’র সভাপতি ও চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগত সকলের উদ্দেশ্যে করোনা ভাইরাস সচেতনতামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলবাজার বণিক সমিতি’র সভাপতি জাহাঙ্গীর অালম লিখন বিশ্বাস, সাধারণ সম্পাদক অালম শিকদার, মূলগ্রাম ইউপি সদস্য অারজান আলী, সমাজসেবক লিটন বিশ্বাস, কালেরকন্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুজন, অনলাইন সংবাদপত্র সময় অসময় এর প্রধান প্রতিবেদক সঞ্জিত চক্রবর্ত্তী সোনা প্রমূখ। এ সময় স্বহৃদয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে সহ-সভাপতি মেহেদী হাসান সেতু, সাধারণ সম্পাদক মোঃ নাছিম রানা, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন আহমেদসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনটির পক্ষ থেকে প্রতিটি পরিবারকে চাল ৫ কেজি, মশুর ডাল ৫০০ গ্রাম, সয়াবিন তেল ৫০০ মি: লি:, পেঁয়াজ ৫০০ গ্রাম, লবন ১ কেজি, চিনি ৫০০ গ্রাম, গুড়া সাবান ১ প্যাকেট এবং ১ প্যাকেট করে সেমাই প্রদান করা হয়। রেলবাজারের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী সমন্বয়ে গঠিত স্বহৃদয় স্বেচ্ছাসেবী সংগঠনটি নিজস্ব অর্থ এবং দাতাব্যক্তিদের আর্থিক সহায়তায় স্থানীয় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের এই মহতী উদ্যোগ গ্রহণ করে।