বাবু,চাটমোহর পাবনা :
ফেসবুক গ্রুপ চাটমোহর দর্পণ, জাতীয় অনলাইন পত্রিকা ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকায় খবর প্রকাশিত হওয়ায় গত১৫ মে সকালে “এতিম অসুস্থ শিশু মোবারক ও তার বোনের দিন কাটছে অনাহারে অর্ধাহারে” শিরোনামে একটি মানবিক খবর প্রকাশিত হয়। খবরটি দৃষ্টি আকর্ষণ করেছে অনেকের। প্রকাশিত খবরটি পড়ে সহযোগিতার হাত নিয়ে এতিম মোবারক (মোবা)ও তার বোন রোশনি’র পাশে দাঁড়িয়েছেন, এবং কথা রেখেছেন চাটমোহর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান।
তিনি এতিম শিশুদের পাশে দাড়িয়ে মাথা গোজার ঠাই করে দিলেন তাদের। ওই অসহায় এতিম শিশুদের পরিবারে তিনি ১৮ মে সোমবার বিকেলে খাবার উপহার সামগ্রী হিসেবে চাল,ডাল,তেল আলু ও নগদ অর্থ হিসেবে পাঁচ হাজার টাকা সহায়তা প্রদান করেন। এতিম ভাই-বোনের পাশে থেকে আপনিও বাড়িয়ে দিতে পারেন সাহায্যের হাত। প্রাপ্ত সাহায্যের অর্থে হয়তো মেরামত করা সম্ভব হবে তাদের একমাত্র জীর্ণ কুটির খানি।
এতিম শিশু মোবারক ও তার এসএসসি পরীক্ষার্থী বোন রোশনি’কে সহৃদয় ব্যক্তিগণ সাহায্য পাঠাতে চাইলে ০১৭১৯ ০২৩৭৪৪,০১৭১২০২৭৮৫৯ বিকাশ নম্বরে সাহায্য পাঠাতে পারেন।