সাদ্দাম হোসেন সাভার:
আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের গণধর্ষনের ঘটনায় আটক তিন আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার(৮ অক্টোবর) দুপুরে অন্যান্য আসামিদের সাথে তাদের আদালতে পাঠানো হয়। গতকাল বুধবার ভোর রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। আশুলিয়ার ভাদাইলের উত্তর পবনারটেক এলাকায় কিছু কিশোরের বিরুদ্ধে গণধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগ ওঠে। ঘটনার প্রায় একমাস পর ভিডিও দুটির স্ক্রীনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ঘটনার তদন্তে নামে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এমদাদ, আসওয়াদ ও সুদীপ কুমার গোপীসহ কয়েকটি পুলিশের টিম।
পরবর্তীতে ঐ কিশোরদের ধারনকৃত ভিডিও উদ্ধার করা হয় এবং এর সূত্র ধরে চার জনকে আটক করা হয়। পুলিশের সাথে কথা বলে জানা যায়, আটক ৪ জনের মধ্যে এক জনের ঘটনার সাথে সংশ্লিষ্টতা না থাকায় তাকে তার বাবা মার কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকি আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এব্যাপারে আশুলিয়াথানার উপ-পরিদর্শক আসওয়াদ জানান, ঘটনার তদন্ত সাপেক্ষে ৩ জন আসামিকে আটক করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
#CBALO/আপন ইসলাম