শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

ই-পেপার

সিলেটে বাংলাদেশ অনলাইন রিপোর্টাস ক্লাবের জেলা কমিটি গঠন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ৯:০৩ পূর্বাহ্ণ

সিলেট প্রতিনিধিঃ বাংলাদেশ অনলাইন রিপোর্টাস ক্লাবের সিলেট জেলা কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাব (BORC)’র কেন্দ্রীয় সভাপতি শেখ সাইফুল ইসলাম কবির এবং সাধারণ সম্পাদক ডি এম সাইফুল্লাহ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে সিলেট জেলা ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাবের কমিটিতে সবার সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক ইউনানী কন্ঠ ও ইউনানী কন্ঠ ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক ডা. আক্তার হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে
গনরায় টুয়েন্টিফোর ডটকমের ব্যুরো প্রধান, সিএইচটি মিডিয়ার সিলেট জেলা প্রতিনিধি ও আমাদের কথা’র প্রধান সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর।
আরো জানা যায়, এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক রেজওয়ান আহমদ এবং সিলেটের স্বপ্নীল-এর প্রধান সম্পাদক আর কে দাশ চয়ন।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে বায়ান্ন নিউজের নির্বাহী সম্পাদক সৈয়দ সুমন মিয়া, বাংলা মেইল৭১’র সিলেট প্রতিনিধি জাহেদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে সুরমা টুয়েন্টিফোর টিভি ডটকমের সম্পাদক ও প্রকাশক মো: কামাল খান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে টাইমস ট্রিবিউনের সম্পাদক ও প্রকাশক রুবেল আহমদ কে নির্বাচিত করা হয়েছে।
আরো জানা যায়, অর্থ বিষয়ক সম্পাদক পদে হিলিটিভির এমরান আহমদ, প্রচার সম্পাদক পদে দৈনিক সিএন বাংলা’র স্টাফ রিপোর্টার ডি এইচ মান্না, ধর্ম বিষয়ক সম্পাদক পদে ইউনানী কন্ঠে বিশেষ প্রতিনিধি আব্দুল হাই আল হাদী, আইন বিষয়ক সম্পাদক পদে বালাগঞ্জের ডাক-এর স্টাফ রিপোর্টার তারেক আহমদ, দপ্তর সম্পাদক পদে বিজয়ের সময়-এর সম্পাদক ফাহাদ হোসাইন, সমাজ কল্যাণ সম্পাদক পদে আলীনগর দর্পন টিভির সম্পাদক আবুল কাশেম আজাদ, কার্যনির্বাহী সদস্য পদে সিলেটের দিনরাতের বিশেষ প্রতিনিধি আজিজুর রহমান, সিলেটের দিনকালের ফাহিম আশরাফ, দৈনিক সিএন বাংলার রিপোর্টার সাইফুর রহমান। সদস্য পদে যথাক্রমে সিলেট বয়েসের এস এইচ শ্বয়ন, গ্রাম বাংলার আরাফাত রহমান, টাইমস ট্রিবিউন স্টাফ রিপোর্টার ইয়াহিয়া আহমদ, ডেইলি ফেঞ্চুগঞ্জের আব্দুল্লাহ আল মামুন, নয়া যুগান্তরের বিশেষ প্রতিনিধি সুমি আক্তার, আলীনগর দর্পন টিভির স্টাফ রিপোর্টার আবিদ আহমদ, নয়া যুগান্তরের সিদ্দিকুর রহমান, আলীনগর দর্পনের ফটো সাংবাদিক আমিনুর ইসলাম মামুন নির্বাচিত হয়েছেন। নব-গঠিত কমিটির প্রত্যেকে পেশাগত দায়িত্ব পালনে সিলেট প্রেসক্লাব, প্রশাসন, সুধীমহলসহ সর্বমহলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন
প্রসঙ্গত, বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাব সংগঠনটি ইতোমধ্যে সাংবাদিকদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। তারই ধারাবাহিকতায় সিলেট জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর