রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

দখলকৃত সম্পত্তি বিক্রি করে বানিজ্য করছে একটি চক্র পানি উন্নয়ন বোর্ডের তাড়াশ নিমাই চড়া বন্যা নিয়ন্ত্রণ বাধের ২শ কোটি টাকার সম্পত্তি বেদখলে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২০, ৯:৪৭ অপরাহ্ণ

জাকির আকন,বিশেষ প্রতিনিধি:

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণকৃত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদরের তাড়াশ থেকে পাবনা জেলার নিমাইপড়া পর্যন্ত নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাধের ২শত কোটি টাকার সম্পত্তি অবৈধ দখলে রয়েছে ।

বাধটি উপর স্থাপিত বিভিন্ন বাজারে উপর নির্মিত অবৈধ স্থাপনা (জায়গা) বিক্রি করে এলাকার প্রভাবশালী মহল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা । এমনকি পানি উন্নয়ন বোর্ডের তাড়াশ আঞ্চলিক অফিসটি বেদখলে রয়েছে।

 

সরজমিনে ও সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, চলনবিলে ঢেউ এর ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য ১৯৮৬ সালে সিরাজগঞ্জের তাড়াশ থেকে পাবনার চাটমোহরের নিমাইপড়া পর্যন্ত ১৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাধ নির্মিত হয়। তৎকালীন পানি সম্পদ মন্ত্রী মেজর (অবঃ) মনজুর কাদের চলনবিলের বন্যা নিয়ন্ত্রণ বাধটির উদ্ধোধন করেছিলেন । চলসবিলের বন্যায় এই এলাকার ফসল পানিতে ডুবে না যাওয়ার এই নির্মিত নিয়ন্ত্রণ বাধে সুইস গেট এর মাধ্যমে পানি নিযন্ত্রণ করা হতো । বর্তমানে তাড়াশ উপজেলা সদরের পশ্চিম পার্শ্বের এই বাধের অংশ একটি বাজার , ঘরগ্রাম বাজার , দোবিলা বাজার, হামকুড়িয়া বাজার, চাটমোহর উপজেলা অংশে বাঘলবাড়ী চারমাথা, টিবাপাড়া, হান্ডিয়াল বাজার ও নিমাইচড়া পর্যন্ত কয়েক সহ¯্রাধিক অবৈধ স্থাপনা নির্মাাণ করে দখলে রেখেছে প্রভাবশালীরা । স্থানীয়রা জানান বাধটি উপর স্থাপিত বিভিন্ন বাজারে উপর অবৈধ স্থাপনা নির্মাণ করে (জায়গা) বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এলাকার প্রভাবশারী মহল । দখলকৃত এই সম্পত্তির মুল্য ২শ কোটির টাকার ও বেশি । তাড়াশ সদরের মোঃ পিয়ার আলী জানান, গত ২ বছর আগে আমরা স্থানীয় বাসিন্দারা পানি বোর্ডের এই সম্পত্তি উদ্ধার করার জন্য অভিযোগ করেছিলাম কোন প্রতিকার মেলেনি ।

এবিষয়ে সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম সোমবার ( ৫ অক্টোবর) জানান কয়েক শতাধিক অবৈধ দখলদারদের তালিকা করে নোটিশ দেওয়া হচ্ছে এবং উচ্ছেদের পদক্ষেপ নিবেন ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর