রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

ই-পেপার

ঝালকাঠিতে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্বর্ণকিশোরী সারার ওপর হামলা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২০, ৯:২৫ পূর্বাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি : 
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ঝালকাঠির স্বর্ণ কিশোরী খেতাবপ্রাপ্ত কলেজ ছাত্রী নাসরিন আক্তার সারার ওপর হামলা হয়েছে । নিউজ২৪ ক্যামেরাম্যান জুবায়ের আদনান এ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । শুক্রবার দুপুর ১টার দিকে শহরের ফকিরবাড়ি সড়কে সারার বড়  বোনের বাসায় অতর্কিত এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করলে তা এজাহার ভুক্ত হয় যার মামলা নং-২ তারিখ: ০২/১০/২০২০।
মামলার অভিযোগ এবং নাসরিন আক্তার সারা সূত্রে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মসজিদের ঈমাম জাকির হোসেনের ছেলে এবং  বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের ঝালকাঠি প্রতিনিধি এস.এম রেজাউল করিমের ক্যামেরা ম্যান জুবায়ের আদনান (২৪) বেশকিছুদিন যাবৎ নাসরিন আক্তার সারাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল । সারা প্রেমের প্রস্তাব প্রত্যাখান করলে আদনান তার ওপর ক্ষিপ্ত হয় এবং প্রায়ই পথেঘাটে তাকে বিরক্ত করা শুরু করে । শুক্রবার দুপুর একটার দিকে জুবায়ের আদনান ফকিরবাড়ি সড়কের সরার বড় বোন আখিনুরের ভাড়া করা বাসার দরজায় নক করে । দরজা খোলার সাথে সাথে আদনান সারাকে চড় থাপ্পর মারা শুরু করে । মারধরের এক পর্যায় সারা জ্ঞান হারিয়ে ফেললে, আদনান পালিয়ে যায় । সারার বড়বোন ও প্রতিবেশীরা সরাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর  থানায় এবং পরে সদর হাসপাতালে ভর্তি করে ।
এ ব্যাপারে নিউজ ২৪ ঝালকাঠি জেলা প্রতিনিধি এস‌এম রেজাউল করিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন ,
“ঝালকাঠিতে স্বর্ন কিশোরী সারার উপর হামলার যে অভিযোগ এসেছে তার সুষ্ঠু বিচার ও ঘটনার ভিতরের ঘটনা উদ্ঘাটনের জন্য দাবি জানাচ্ছি।  আর কেহ কেহ উল্লেখ করেছেন যে আমার ক্যামেরাম্যার, যা ঠিক নয়। স্কাউটার হিসেবে তার সাথে পরিচয়, ও একটা অন লাইন পত্রিকায় কাজ করে, কোন অনুষ্ঠানে গিয়ে দেখা হলে বা আমার অফিসে কয়েক দিন আসলে সে আমার ক্যামেরাম্যান হল কিভাবে? মিডিয়া ছোট বড় কিংম্বা বয়সে ছোট বড় বিষয় নয়, একটা অনুষ্ঠানে গেলে একস্থানে বসা বা ছবি অনেকেই তোলেন, এতে কি প্রমান করে? আর কয়েক মাস ধরে আমি ঝালকাঠি অনিয়মিত। যারা লিখেছেন এ বিষয়ে আমার বক্তব্য নেওয়া পেশাদারিত্ব ছিল। বুঝে বা না বুঝে এমনটা করেছেন আশাকরি তা প্রত্যাহার করে নিবেন। তবে এটা নিয়ে আমি চিন্তিত নয়, কয়েক জনের আচারনে আবারও কস্ট পেয়েছি মনে করি এটা আমার প্রাপ্য ছিল। বিষয়টি পজিটিভলি নেওয়ার অনুরোধ করছি।”
। ঝালকাঠি থানার ডিউটি অফিসার মো. সিদ্দিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে ওসি স্যারের সাথে পরামর্শ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  সারা ঝালকাঠি অাকলিমা মোয়াজ্জেম ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের  শিক্ষার্থী।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর