মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
অভয়নগরের নুরবাগ রেলক্রসিং এলাকার মা গঙ্গা স্টোর মুদি দোকানে টিন খুলে চুরির ঘটনা ঘটেছে। মা গঙ্গা ষ্টোরের মালিক,রাজ কুমার কুন্ডু জানান, আমরা সাধারনত রাএ ১১টা থেকে ১২ টা পর্যন্ত দোকান খোলা রাখি, প্রতিদিনের ন্যায় গতকাল ও সারাদিন দোকানদারি করে রাতে বাড়ি চলে যাই, সকালে দোকাব খুলে দেখি দোকানের উপরের একটা টিন খোলা, ক্যাসে গতকালের সারাদিনের বিক্রির টাকাগুলো নেই, দোকানে বিক্রি করা সিগারেট, সাবানসহ আরো অনেক কিছু নেই।
কত টাকার মালালাম ও নগত টাকা চুরি হয়েছে এমন প্রশ্নের জবাবে… তিনি বলেন, সিগারেট, ও নগত টাকা সহ প্রায় ৫০,০০০ হাজার টাকার মালামাল চুরি গেছে, তবে দোকানে প্রচুর মালামাল থাকায় এর সঠিক হিসাব এখন বলা যাচ্ছে না। থানায় অভিযোগোক করেছেন কি না জানতে চাইলে, তিনি বলেন আমি কাউকে দেখিনি কার নামে অভিযোগ করব..? বাজার কমিটির নিয়োগপ্রাপ্ত ঐ এলাকার নাইট গার্ড সোয়েব আলীর কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমি রাতে টহলে ছিলাম, তবে কখন, কিভাবে, কে বা কাহারা এই চুরি করেছে তা আমি দেখিনি।
#CBALO/আপন ইসলাম