রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

গৌরনদীতে অর্ধ লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০, ৯:৩১ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদী উপজেলার টরকীচর এলাকায় সড়কের পাশে বিশাল আকারের সরকারি একটি রেন্ট্রি গাছ কেটে নিয়ে গেছে স্থানীয় প্রভাবশালী ও টরকী বন্দরের ব্যবসায়ী শিপন হাওলাদার। শিপন হাওলাদার প্রভাবশালী হওয়ায় স্থানীয় প্রশাসন কোন আইনগত ব্যবস্থা গ্রহন করেনি বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, স্থানীয় সরকারের আওতাধীন টরকী বন্দর থেকে টরকীচর বড় ব্রিজ পর্যন্ত সড়কটি ২০০৭ সালে ভূমি অধিগ্রহন করে সড়ক ও জনপথ ভিভাগ। ওই সড়কে বহু বছরের পুরানো বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ রয়েছে। সম্প্রতি টরকী বন্দরের হার্ডওয়ারের ব্যবসায়ী প্রভাবশালী ও টরকী বন্দরের ব্যবসায়ী শিপন হাওলাদার সড়ক জনপথের আশিংক জমি দখল করে আঁধাপাকা কয়েকটি দোকান ঘর নির্মাণ করেন। একটি দোকান ঘরের সম্মুখে বিশাল আাকরের একটি রেন্ট্রি গাছ থাকায় তার দোকানের শার্টার খুলতে সমস্যা হওয়ায় বুধবার সকালে ৭ থেকে ৮জন শ্রমিক নিয়ে গাছ কাঁটা শুরু করে শিপন। খবর পেয়ে সকাল ১০টার দিকে গৌরনদী মডেল থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। অজ্ঞাত কারণে পুলিশ গাছ কাটা বন্ধ না করে ফিরে যায়।

গাছ কাঁটার ব্যপারে শিপন হাওলাাদরের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় ২নং ওয়ার্ডের কাউন্সিলর খায়রুল আহসান খাঁন পৌরসভা থেকে লিখিত অনুমতি ক্রমে গাছ কাঁটা হচ্ছে। অনুমতির কাগজ দেখতে চাইলে তিনি জানান তা কাউন্সিলর খায়রুল আহসানের খাঁনের কাছে আছে।
সড়ক ও পনপথের গাছ কি ভাবে পৌরসভা লিখিত অনুমতি দেন এ প্রসঙ্গে জানতে চাইলে কাউন্সিলর খায়রুল আহসান খাঁন অনুমতির কথা অস্বীকার করে বলেন, গাছটি অধিকাংশ স্থানে পচন ধরায় যে কোন সময় বিপদ ঘটতে পারে সে আশঙ্কায় গাছটি কাটতে বলা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর