শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

ই-পেপার

সচিবালয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা থানায় অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৫:০৯ অপরাহ্ণ

নাসরিন আক্তার নদী, স্টাফ রিপোর্টার:

রাজধানীর অদূরে সাভার শিল্পঅঞ্চল আশুলিয়া নবীনগর নিরিবিলি এলাকার এক ব্যবসায়ী হাসান আল মামুন, জনশক্তি মন্ত্রণালয়ে চাকরি করেন বলে পরিচয় দিয়ে, মোছাম্মদ ফাতেমা আক্তার এর স্বামীকে সচিবালয়ে সহকারি হিসেবে চাকরি দিবে বলে তিন লক্ষ টাকা নেয় পরে চাকরি না দিতে পারলে টাকা ফেরত চাইলে হুমকি দেন বলে থানায় অভিযোগ।

ফাতেমা আক্তার আরো বলেন, হাসান আল মামুন কিছুদিন আগে আমার এক আত্মীয়র মেয়ে মুন্নি আক্তার কে বিয়ের প্রস্তাব করেন এবং সেই মেয়ের সাথে সব সময় কথা বলতেন বিয়ের আগ মুহূর্তে মুন্নি আক্তার কে হাসান আল মামুন বলেন, আমার বিজনেসএ প্রবলেম তোমার মাকে বলো আমাকে ২০ লাক্ষ টাকা দেওয়ার জন্য, পরে মুন্নি আক্তারের মামা হাসান আল মামুনকে সন্দেহ করেন, যে বিয়ের আগেই ২০লক্ষ টাকা চায় সেই ছেলে কখনো ভালো হতে পারে না বলে বিয়ে টা ক্যানসেল করে দেন।

সরোজমিনে গিয়ে জানা যায়, হাসান আল মামুন বড় ধরনের এক প্রতারক সে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গমাতা জননেত্রী শেখ হাসিনার বডিগার্ড এস এস এফ এর সদস্যের মধ্যে একজনের ছবি নিজের বলে প্রচার করে অসহায় লোকদের কে সরকারি চাকরি দিবার নামে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

এবিষয়ে হাসান আল মামুনের বাবার কাছে জানতে চাইলে বলেন, আমার কোন ছেলে সরকারি চাকরি করে নাই। মামুন অনেক আগে একটা কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।

হাসান আল মামুনের গ্রামের বাড়িতে খবর নিয়ে জানা যায়, অনেক বছর আগে হাসান আল মামুনকে নিয়ে তার মা বাড়ি থেকে পালিয়ে গিয়ে কুমিল্লার এক লোককে বিয়ে করে সংসার তৈরি করেন, পরে বেশ কিছুদিন সংসার করার পর কুমিল্লার ওই লুক তাদের তাড়িয়ে দেন তারপর আবার ওরা বাড়ি ফিরে গেলে ওদের বাড়িতেও স্থান হয়নি তার মায়ের।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, হাসান আল মামুন একজন বড় ধরনের চিটার তার চাকরি দেবার কোনো ক্ষমতাই নেই এমন অনেক লোককে সরকারি চাকরি দেবার কথা বলে টাকা নিয়েছে। এবং সে সাত-আটটা বিয়ে করেছেন কেউ কারো খবর জানেনা শুধু দুর্বল পয়েন্ট দেখে টাকার জন্য বিয়ে করে স্বার্থ হাসিল হলেই একটা বাদ দিয়ে আরেকটা করেন, কিছুদিন আগে মানিকগঞ্জ এলাকার তমালিকা নামের এক বউ কে অনেক জামেলা করে ডিপোস দিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এখনো রানিং তিনটা বউ আছে হাসান আল মামুনের। (১ মোছাঃ আরিফা আক্তার, ২ মোছাঃ মৌসুমী আক্তার, বাড়ি ভ্রামনবাইড়া (৩ মোছাঃ আখি আক্তার, বাড়ি কালিয়াকৈর।

হাসান আল মামুনের সাথে কেউ কিছু করে কুলাতে পারবে না তার রয়েছে এস পি, লেভেলে হাত এবং র‍্যাবের সাথে হাত বলেও মন্তব্য এলাকাবাসীর।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর