শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

ই-পেপার

লামার ফাইতং এ তুচ্ছ ঘটনায় বৈদ্যুতিক ইলেক্ট্রিশিয়ান খুন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৫:০০ অপরাহ্ণ

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামার ফাইতং এ তুচ্ছ ঘটনায় বৈদ্যুতিক এক ইলেক্ট্রিশিয়ান খুন হয়েছেন। ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মগনামা পাড়ায় ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় এই দূর্ঘটনা ঘটে। সেক্ষেত্রে বিদ্যুৎ ওয়ারিংয়ের মজুরী নিয়ে তর্কাতর্কিতে নিয়ে মারামারিতে হাবিবুল্লাহ নামের এক ইলেক্ট্রিশিয়ান এর মৃত্যু হয়েছে।

২৬ সেপ্টেম্বর ভোররাত ২:০০ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হাবিবুল্লাহ পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বাসিন্দা। ঘটনায় জড়িত আবুল কালামসহ তার সহযোগিরা পলাতক রয়েছে।

এদিকে শনিবার ২৬সেপ্টেম্বর,২০ইং ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ১১টাশ ঘটনাস্থল পরিদর্শনে যান লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান।
এ সময় ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দীন কোম্পানি, ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি হেলাল উদ্দিন বি এ, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. নজরুল ইসলাম, কানন চৌধুরী, ফাইতং ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবু থোয়াইং সানু সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

এদিকে আরও পরিবারের পক্ষ থেকে ঘাতকদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সরেজমিনে এসে স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায় হাবিবুল্লাহকে বিদ্যুৎ ওয়ারিংয়ের মজুরী নিয়ে তর্কাতর্কিতে নিয়ে মারামারিতে অবশেষে তার মৃত্যু হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর