দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের (চাঁদনী) ভান্ডারা এলাকা থেকে ২৩ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত আনুমানিক পনে ৪ টার সময় ৩টি চোরাই গরু ১টি পিক আপসহ ৪ গরুচোরকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় গত বুধবার দিবাগত রাতে টহলরত পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌশহরের (চাঁদনী)ভান্ডারা এলাকা থেকে ৩টি গরুসহ ৪ চোরকে আটক করে।এইসাথে তাদের একটি পিকআপ ভ্যানকেও পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা গ্রামের খপি লাল চন্দ্র শীলের ছেলে সুবাস চন্দ্র শীল (৪৫), হরিপুর উপজেলার বনবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে খাদেমুল (২৫), রংপুর জেলার কাউনিয়া উপজেলার গবিন্দনগরের সিরাজুল ইসলামের ছেলে সোহেল (৩৫) ও ঠাকুরগাঁও রুহিয়া থানার রাখালদেবী হাটের শাহাজাহান আলীর ছেলে বিপ্লব হোসেন রিপন (২০)।
এ নিয়ে তাদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় ১ টি মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকালে আসামীদের জেলা জেল হাজতে পাঠানো হয়।
এ ব্যাপারে থানার ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং উদ্ধারকৃত গরুগুলিকে বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে প্রকৃত মালিককে ফেরত দেয়া হবে।
#CBALO/আপন ইসলাম