শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

পাবনায় রাহাত খান স্মরণে দোয়া মাহফিল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৭:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃ

দেশ বরেণ্য কথাসাহিত্যিক ও সাংবাদিক প্রতিদিনের সংবাদ পত্রিকার সম্পাদক রাহাত খানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিশিষ্ট লেখক ও পৌর আ’লীগের সভাপতি সাবেক ভিপি এড. তসলিম হাসান সুমনের সভাপতিত্বে ও প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নুর সঞ্চালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন, পাবনা প্রেস ক্লাবের সহসভাপতি ও বিটিভির জেলা প্রতিনিধি আব্দুল মতিন খান, শহিদুর রহমান শহিদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, বিশিষ্ট শিল্পপতি রানা প্রপার্টিজের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক কাজী বাবলা, দৈনিক সিনসার সম্পাদক মাহবুবুল আলম, বিশিষ্ট কলামিষ্ট, সাংবাদিক অধ্যাপক আব্দুদ দাইন সরকার। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,ডেইলি স্টারের পাবনা প্রতিনিধি তপু হায়দার, ডিবিসি জেলা প্রতিনিধি পার্থ হাসান, দৈনিক করতোয়া জেলা প্রতিনিধি পাভেল মৃধা, চাটমোহর অনলাইন প্রেসক্লাব সভাপতি ও স্বাধীন খবরের সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক সংগ্রামের কামরুল ইসলাম, বিজনেস বাংলাদেশের মনিরুজ্জামান, লাখো কন্ঠের ফজলুল হক, প্রতিদিনের সংবাদের বেড়া প্রতিনিধি আরিফ খাঁন জয়, চাটমোহর প্রতিনিধি রফিকুল ইসলাম রনি, ভাঙ্গুড়া প্রতিনিধি সিরাজুল ইসলাম আপন প্রমুখ।

 

বক্তারা বলেন, প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান একজন বহুগুণের অধিকারী ছিলেন। একজন সাংবাদিকের জন্য যে বিষয়গুলো থাকা দরকার ছিল তার মধ্যে সে গুণগুলো বিদ্যমান ছিল। এ জন্য সংবাদপত্র জগতে তিনি প্রসিদ্ধ হয়েছিলেন। তার বস্তুনিষ্ঠতা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন, তার লেখনি সব কিছুতেই তিনি কৃতিত্বের দাবিদার। পরিশেষে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর