শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

ই-পেপার

নীলফামারীতে ভুয়া এসপি আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৫ পূর্বাহ্ণ

হিমেল চন্দ্র রায়,নীলফামারীঃ
কখনো এস,পি, কখনো এএসপি এমনকি কখনো ডিআইজি সেজে প্রতারণা করে দেশ ব্যাপী সাধারণ মানুষের কাছে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়া ভুয়া এস.পি ও তার সহযোগীকে প্রযুক্তির ব্যাবহার করে গ্রেফতার করেছে নীলফামারী ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত হলেন, নওগা জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোস্তাফিজার রহমান বাবু ও তার সহযোগী মৃত: আব্দুর রশিদ এর স্ত্রী সুফিয়া বেগম।
জানা যায়, পতেঙ্গা মডেল থানার উপ পুলিশ পরিদর্শক (এস.আই) মামুন’র নাম ও ছবি ব্যবহার করে ফেইসবুকে একটি ভুয়া আই,ডি খুলে নিজের নাম পরিচয় গোপন করে প্রতারণা শুরু করে এই প্রতারক মোস্তাফিজুর। এর পর থেকে ক্রমান্বয়ে এস.আই থেকে এএসপি, তারপর এসপি এমনকি ডিআইজি পদ মর্যাদা ব্যক্তিদের ছবি সংগ্রহ করেদেশব্যাপী চালিয়ে যেতে থাকে তার এই প্রতারণা। ফেইসবুকের মাধ্যমে সাধারণ মানুষের নাম,ঠিকানা ও ফোন নম্বর সংগ্রহ করে নিজের নাম, পরিচয় গোপন করে নিজেকে এএস,পি ও এস,পি পরিচয়ে ধমকিয়ে তার ও তার সহযোগির ব্যবহৃত বিভিন্ন নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পয়সা নিতো প্রতারক মোস্তাফিজুর। এরই ধারাবাহিকতায় নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোকলেসুর রহমান এর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেইসবুক আই,ডি খুলে এ জেলার বিভিন্ন মানুষের কাছে মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা চায় প্রতারক মোস্তাফিজুর রহমান। বিষয়টি অবগত হয়ে প্রযুক্তির ব্যবহারসহ তদন্ত শুরু করে জেলা পুলিশ সুপার। প্রযুক্তির ব্যবহারে সৈয়দপুর উপজেলার শুটকির মোড় হতে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয় ভুয়া এস,পি মোস্তাফিজুর রহমান ও তার সহযোগি সুফিয়া বেগম। আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ জেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের সামনে এসব তথ্য তুলে ধরেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ মোকলেসুর রহমান (বিপিএম.পিপিএম)। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবিএম আতিকুর রহমান, নীলফামারী সার্কেল এর অতিক্তি পুলিশ সুপার মো: রুহুল আমিন, সৈয়দপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পালসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
এদিকে,একান্ত সাক্ষাৎকারে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোকলেসুর রহমান বলেন, “গ্রেফতারকৃত প্রতারক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র মামলা ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে”।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর