শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

ই-পেপার

মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অনৈতিক কর্মকান্ড গ্রেফতার ৫

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৯:৫৭ পূর্বাহ্ণ

মোঃ কামাল হোসেন:

যশোরের মণিরামপুর পৌর শহরে অবস্থিত বহুল আলোচিত সেই কথিত আল-আমিন পার্ক এবং দু’টি সিনেমা হলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৫ নারী-পুরুষকে আটক করা হয়েছে। এ সময় একটি সিনেমা হল সিলগালাসহ কথিত পার্ক মালিককে জরিমানা করা হয়। অপর সিনেমা হলের পিছনের দরজা দিয়ে অপরাধীরা দৌঁড়ে পালিয়ে যায়। মঙ্গলবার দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী। তিনি বলেন, ‘গত ১৪ সেপ্টেম্বর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃংঙ্খলা কমিটির সভায় অভিযোগ তোলা হয়, প্রশাসনের নামে অর্থ নিয়ে একটি পার্কে ও দু’টি সিনেমা হলে নানা অপরাধ কর্মকান্ড চালানো হচ্ছে।

 

মহামারী করোনা পরিস্থিতির কারণে প্রশাসনের নির্দেশে পার্কের কার্যক্রমসহ দু’টি হলে সিনেমা দেখানো বন্ধ থাকলেও অতি গোপনে সেখানে চালানো হত নারী-পুরুষ এনে অনৈতিক ব্যবসা। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে পর্যায়ক্রমে মঙ্গলবার আল-আমিন বিনোদন পার্কসহ দু’টি সিনেমা হলে অভিযান চালানো হয়। এসময় পৌর শহরের পূরবী সিনমা হল থেকে হাতে-নাতে পাঁচ নারী-পুরুষকে আটক করে থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন মণিরামপুর উপজেলার বাকোশপোল গ্রামের জাবের মোড়লের পুত্র মনিরুল (২৫), বালিয়া ডাঙ্গা খানপুর এলাকার মহাদেব দাস (৩০), মোবারকপুর গ্রামের গৃহবধূ সুমি খাতুন (২৫), কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের মুক্তার মোল্লার পুত্র ওজিয়ার মোল্লা (৪০) ও যশোর শেখহাটি এলাকার সুস্মিতা (২০)।

 

এসময় পূরবী সিনেমা হলটি সিলগালা করা হয়। তবে পৌর শহরের মধুমিতা নামক সিনেমা হলে অভিযান চালানো হলে মুহুর্তের মধ্যে হল কর্তৃপক্ষের সহযোগিতায় পিছনের দরজা দিয়ে অপরাধীরা দৌঁড়ে পালিয়ে যায়। অপরদিকে আল-আমিন বিনোদন পার্কের প্রয়োজনীয় কাগজ-পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় পার্ক মালিক আব্দুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সিনেমা হল থেকে আটক ৫ জনকে থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে থাকা এসআই হাসানুজ্জামান। উল্লেখ্য, ওই পার্কের মধ্যে শিক্ষার্থীদের অবাধ প্রবেশসহ নানা অপরাধ কর্মকান্ডের অভিযোগে ইতিপূর্বে একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে হাতে-নাতে অপরাধী ধৃত করার পাশাপাশি একই মালিককে জরিমানাসহ পার্কের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর