মোঃ কামাল হোসেন :
যশোর উপশহর পুলিশ ক্যাম্প ও চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, পিরোজপুর সদর উপজেলার উত্তর নামাজ পুর গ্রামের বর্তমানে একই জেলার উপজেলার প্রত্যাসী গ্রামের মৃত আব্দুল কাদেরের মেয়ে ও মৃত শাহজাহানের স্ত্রী লিলি বেগম, যশোর বেনাপোল পোর্ট থানার অন্তর্গত পুটখালী উত্তর পাড়ার মৃত দিদার মুন্সীর ছেলে লিটন মুন্সী, শার্শা উপজেলার হরিনাপোতা গ্রামের রবিউল ইসলামের ছেলে জাহিদ হাসান ও যশোর সদর থানার কিসমত নওয়াপাড়া মধ্যপাড়ার মৃত মফিজ মোল্যার ছেলে শাহীন মোল্যা।
এ ঘটনায় আলাদা চারটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে। উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল মালেক জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় গোপন সূত্রে খবর পেয়ে কিসমত নওয়াপাড়া গ্রামের ইন্তাজ আলীর স’ মিলের সামনে থেকে শাহীন মোল্যাকে গ্রেফতার করে। পরে তার দখল হতে বিক্রয়ের উদ্দেশ্যে থাকা ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রোকিবুজ্জাসান জানান, সোমবার দুপুরে যশোর-বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোষ্ট পাবলিক টয়লেটের সামনে থেকে জাহিদ হাসানকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ ঘন্টা পর চাঁচড়া চেকপোষ্টের বিএডিসি ভবনের সামনে থেকে লিটন মুন্সীকে গ্রেফতার করে ফাঁড়ির সদস্যরা। পরে তার দখল হতে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এরপর বিকেলে ফাঁড়ির সদস্যরা চাঁচড়া চেকপোষ্টে খোরশেদের চায়ের দোকানের সামনে থেকে লিলি বেগম ও তার মেয়ে খাদিজাকে আটক করে। লিলি বেগমের দখল হতে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
#CBALO/আপন ইসলাম