শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

ই-পেপার

গৌরনদীতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৬

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ৮:০৮ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদীতে বাড়ির প্রবেশের পথে গাছের চারা রোপণ করার ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৩ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের হকু তালুকদার বাড়ির প্রবেশের পথে সম্প্রতি গাছের চারা রোপণ করেন। এ ঘটনার প্রতিবাদ করে আসছিলেন একই বাড়ির তুজামালী তালুকদার। এ নিয়ে গতকাল শনিবার সকালে তুজামালী ও হকু তালুকদারের মধ্যে বাকাবিতন্ডা এক পর্যায়ে হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। হামলা ও সংঘর্ষে তুজামালী তালুকদার (৬৫), ফাতোমা আক্তার (২০), হকু তালুকদার (৬০), পারভিন আক্তার (৩৫), ছালমা খানম (৩২)সহ উভয় পক্ষের ৬ জন আহত হয়।

গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ার জানান, লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর