ষ্টাফ রিপোর্টার:
অদ্য ১৭/০৯/২০২০ ইং তারিখ অপরাহ্ণে পুলিশ সুপার, সাতক্ষীরা, জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম স্যার এর নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে সাতক্ষীরা সদরের ভোমরা এলাকায়, সাতক্ষীরা থানা পুলিশ এবং পুলিশ লাইন্স এর ২০ জন সদস্যের সমন্বয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, সাতক্ষীরা, জনাব মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অন্যান্যের মধ্যে ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপা:) জনাব বিপ্লব সরকার, এসআই (নিঃ) প্রদীপ কুমার সানা, এসআই (নিঃ) মানিক কুমার সাহা, এসআই (নিঃ) হাবিব, এসআই (নিঃ) অহিদুল সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
সিভিল সার্জন এর কার্যালয়, সাতক্ষীরার মেডিকেল অফিসার জনাব জয়ন্ত সরকারও এসময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা ও অন্যান্য জেলার মাদক সেবীরা ভোমরার সীমান্তবর্তী এলাকায় এসে মাদক সেবন করে আবার নিজ নিজ এলাকায় চলে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বাহ্যিক লক্ষণ বিবেচনায় এবং উপস্থিত ডাক্তারের পরামর্শে মোট ৩৮ জনকে মাদকসেবী সন্দেহে ডোপ টেস্ট এর জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ডোপ টেস্ট শেষে ১৬ জনের ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এবং ২২ জনের ক্ষেত্রে রিপোর্ট নেগেটিভ আসে। মাদকাসক্ত প্রমাণিত ১৬ জন এর নিকট যে সমস্ত মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করেছিল, তাদেরকে শনাক্তের কাজ চলছে। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ তে মামলা রুজু প্রক্রিয়াধীন।
#CBALO/আপন ইসলাম