চট্টগ্রাম ব্যুরো প্রধান:
জাতীয় দৈনিক আমাদের সময়, বাংলাদেশ বেতারসহ প্রায় দুই দশকের সাংবাদিকতায়, দেশ মাটি ও মানুষের জন্য অনেক লিখেছেন ফরিদুল মোস্তফা খান। মাদক, ঘুষ, দুর্নীতি ও সমাজের অনিয়ম অবিচারের বিরুদ্ধে ছিলেন আপোষহীন। পর্যটন শিল্পের উন্নয়ন ও মজলুম অসহায় বঞ্ছিত মানুষের জন্য ছিলেন বলিষ্ঠ কন্ঠস্বর। শত অভাব সীমাবদ্ধতা ও প্রতিকূল পরিস্থিতির মাঝেও কারো তাঁবেদারি না করে, প্রতি নিয়ত হামলা, মামলা গুম খুনের হুমকি তাকে কোন দিন দমাতে পারেনি সত্য প্রকাশ থেকে।
ফলে পেশাগত জীবনে রাস্ট্রীয় দান অনুদান এবং সাহায্য সহযোগিতা কোন দিন পাননি। তিনি বরং টেকনাফের-কক্সবাজারের বহুল বিতর্কীত সাবেক ওসি ফরিদ উদ্দিন খন্দকার (বর্তমানে বরিশাল) ও মেজর সিনহা খুনের আসামি প্রদীপদের টাকা না দিলে ক্রস ফয়ার এবং জমজমাট মাদক ব্যবসা, বেপরোয়া ঘুষ-দুর্নীতি, ধর্ষণসহ হরেক অপকর্মের গোমর ফাঁস করে, কক্সবাজারে তিনটি এবং টেকনাফে তিনটিসহ ছয়টি সাজানো মামলার শিকার হয়ে ১১ মাস পাঁচদিন জেল খেটেছেন তিনি।
এর আগে প্রদীপের লালিত মাদক সন্ত্রাসীরা কারাগারের ভেতরে বাহিরে গুলি করে হত্যা, খাবারে বিষ প্রয়োগ ভুল চিকিৎসাসহ হরেক কায়দায় অন্যায়ের প্রতিবাদী মেধাবী এই সাংবাদিককে মধ্যযোগীয় নির্যাতন করে ক্ষান্ত হননি নিঃস্ব করে দিয়েছে তার পরিবার।
জীবনের শেষ সহায় সম্বল ভিটে বাড়ি বিক্রি এবং ধারকর্জ করে জেল থেকে বের হয়ে, জেলা সদর হাসপাতালে কাতরাচ্ছেন তিনি। চিকিৎসা শেষে স্ত্রী সন্তান ও মা বোনদের নিয়ে কোথায় বসতি করবেন, সেই ঠিকানাও এখন নেই।
#CBALO/আপন ইসলাম