শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

ই-পেপার

ঝালকাঠিতে নারীকে অপহরণ এবং নির্যাতন মুক্তিপণ আদায়ের অভিযোগে আ.লীগ নেত্রী ও বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৩ পূর্বাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে এক নারীকে অপহরণ করে মুক্তিপণ আদায় ও মধ্য যুগীয় কায়দায় নির্যাতনের পর ওই নারীর চুল কেটে দেওয়ার অভিযোগে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকা ও শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ ৬ জনের নামে আদালতে মামলা দায়ের হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ আদালতে নির্যাতিত নারী পারভিন আক্তার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন। পাশাপশি বাদীর সম্পূর্ণ নিরাপত্তা প্রদানের আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবি।
মামলার উদ্বৃতি দিয়ে বাদীর আইনজীবি মোজাম্মেল হোসেন ভিকটিমের স্বামী বোরহান উদ্দিনের তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রীর ভাই ঝালকাঠি শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু ও তার সহযোগী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকা সহ ৮-১০ জন গত ৩০ আাগস্ট সন্ধ্যায় ঝালকাঠি জেলা পরিষদের সামনের বাসায় যায়। এসময় তারা ঘরের ভেতরে ঢুকে ওই নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন।
পরে ওই নারীকে অপহরণ করে শহরের ভি আই পি সড়কের একটি হোটেলে নিয়ে আটকে রেখে রাতভর নির্যাতন শেষে চুল কেটে দেয়। এসময় ওই নারীর কাছ থেকে কয়েকটি সাদা কাগজেও সই /স্বাক্ষর নেওয়া হয়। পরে ওই নারীর ভাইকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ চায় আসামিরা। পরের দিন সকালে মুক্তিপণের ২লাখ টাকা দিলে নির্যাতিত নারীকে ছেড়ে দেয় দেয়া হয়।
ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ মামলাটি ঝালকাঠি সদর থানায় সরসরি এজাহার হিসেবে নথিভূক্ত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বাদীর সম্পূর্ণ নিরাপত্তা প্রদানের আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবি।
তবে এ ঘটনা সাজানো দাবি করে এটি রাজনৈতিক হয়রানীমূলক মামলা বলে দাবী করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমীন মৌসুমী কেকা ও ঝালকাঠি শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর