রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
মুক্তিযোদ্ধাকে দেয়া চেক প্রতারণা মামলায় এক জনের ছয় মাসের কারাদন্ড প্রদান করেছে আদালত। আদারত সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা বখতিয়ার শিকদারের কাছ থেকে পাশ্ববর্তি ভালুকশী গ্রামের কাজী মতিয়ার রহমানের ছেলে কাজী ইদ্রিস (৪০) ব্যবসার কথা বলে ৬ লাখ টাকা ধার নেয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও ইদ্রিস কাজী টাকা ফেরত না দিয়ে তালবাহানা শুরু করে এক পর্যায়ে বখতিয়ারকে টাকার পরিবর্তে চেক প্রদান করে ইদ্রিস কাজী।
বখতিয়ার শিকদার টাকা টাকা উত্তোলনের জন্য চেক ব্যাংকে জমা দিলে ইদ্রিস কাজীর হিসাব নমএবর পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ফেরত দেয় ব্যাংক কর্তৃপক্ষ। চেক ফেরতের ঘটনায় মুক্তিযোদ্ধা বখতিয়ার শিকদার বাদী হয়ে কাজী ইদ্রিসের নামে বরিশাল জেলা যুগ্ম দায়রা জজ আদালতে চেক প্রতারনা মামলা দায়ের করেন, নং-৪১৫/১৯।
ওই মামলায় আদালতের বিচারক রবিবার আসামী কাজী ইদ্রিসের অনুপস্থিতিতে ৬ মাসের কারাদন্ড ও চেকের সমপরিমান অর্থদন্ডে দন্ডিত করে রায় প্রদান করেন।
#CBALO/আপন ইসলাম