যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ উপলক্ষে বেনাপোল কাস্টমস হাউসের উদ্যোগে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বেনাপোল কাস্টমস হাউস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা জি এম আবুল কালাম কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর কমিশনার,কর অঞ্চল, যশোর মোঃ মাসুদ রানা এবং কমিশনার অব কাস্টমস, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর মোঃ আবদুল হাকিম,বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সভাপতি মোঃ শামছুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান।
এবছর আন্তর্জাতিক কাস্টমস দিবসের প্রতিপাদ্য ছিল “অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস”। আলোচনা সভায় রাজস্ব আদায়, বাণিজ্য সহজীকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে কাস্টমস প্রশাসনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কাস্টমস হাউসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারী সংগঠন সিএন্ডএফ, ট্রান্সপোর্ট এ আমদানি,রফতানিকারক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।