মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

ই-পেপার

গোপালপুরে সুষ্ঠু নির্বাচনে পিএফজি’র নাগরিক সংলাপ অনুষ্ঠিত

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে সুষ্ঠু নির্বাচন, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গোপালপুর উপজেলা শাখা এ সংলাপের আয়োজন করে।
(২৬ জানুয়ারি) সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন পিস এম্বাসিডর সদস্য মো. শাহজাহান আলী ভিপি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিস এম্বাসিডর সদস্য ও বিএমজিটিএ’র জেলা সভাপতি কেএম শামিম।
 সংলাপে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়ক নাজমুল হোসেন, অনুষ্ঠান সমন্বয়ক ও পিস এম্বাসিডর সদস্য আতিক সরকার, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস লেলিন, উপজেলা জাসাস সভাপতি শাহানূর আহমেদ সোহাগ এবং উপজেলা হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্ত্তী।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন সমন্বয়ক বিপ্লব তালুকদার, ইয়ুথ সদস্য পলি খাতুন, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ইমাম, মুয়াজ্জিন, হিন্দু পুরোহিতসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
সংলাপে বক্তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে নাগরিকদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর